পংকজ ভট্টাচার্যের আমৃত্যু সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে আনা

চট্টগ্রামে স্মরণসভায় অধ্যাপক আনোয়ার হোসেন | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, পংকজ ভট্টাচার্যের সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে আনার সংগ্রাম। তিনি আমৃত্যু সেই সংগ্রামের রাজনীতিই করে গেছেন। আবার তিনি সামাজিক আন্দোলনের ওপরও জোর দিয়েছিলেন। মানুষকে মুক্তি দিতে হলে সমাজের মধ্য থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, রাজনীতি একটি স্তর, কিন্তু সামাজিক আন্দোলন একটি বৃহৎ পরিসর, সেখানে কাজ করতে হবে। পংকজ ভট্টাচার্য এই সামাজিক আন্দোলনের দায়িত্ব আমাদের ওপর অর্পণ করে চলে গেছেন। আমরা যদি প্রকৃতই উনাকে শ্রদ্ধা জানাতে চাই, তাহলে উনার সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনার দেখানো পথে মানুষের বাসযোগ্য রাষ্ট্র গড়ার সংগ্রাম চলবে।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা, ঐক্য ন্যাপের সভাপতি প্রয়াত পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ‘জননেতা পংকজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা পরিষদ’ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক কবি ও সাংবাদিক আবুল মোমেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলম বলেন, পংকজ ভট্টাচার্য একজন রাজনীতি অন্তঃপ্রাণ মানুষ ছিলেন। উনার গড়ে তোলা ঐক্য ন্যাপের সঙ্গে আমরা সিপিবি যুগপৎ ধারায় আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, পংকজদা কখনও মানসিকভাবে সংখ্যালঘুতে পরিণত হননি।

সামপ্রদায়িক সহিংসতা, একের পর এক বিপর্যয়ের মধ্যেও তিনি মাথা উঁচু করে মূলধারায় নিজের অবস্থানে দৃঢ় থেকেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, পংকজদা, আমি, আমরা যারা প্রগতিশীল বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা প্রতারিত হয়েছি। বাংলাদেশে প্রগতিশীল রাজনীতির ধারা আজ ব্যর্থ হয়েছে।

জননেতা পংকজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা পরিষদ’র সমন্বয়কারী ও চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখন, শিক্ষাবিদ রনজিৎ কুমার দে, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সবুর ও প্রেসিডিয়াম সদস্য অলিজি হাসান, প্রবীণ শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী ও তপন দত্ত, সাবেক ছাত্রনেতা আবু তাহের মাসুদ ও ডা. মানস বসু এবং আদিবাসী ফোরামের শরৎজ্যোতি চাকমা।

স্মরণসভার শুরুতে শোকপ্রস্তাব পাঠ করেন শিল্পী শীলা মোমেন। পংকজ ভট্টাচার্যের জীবনী পাঠ করেন সাংস্কৃতিক সংগঠক শীলা দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅমল মিত্রের হাতেই চট্টগ্রামে প্রথম দেশের পতাকা উঠেছিল
পরবর্তী নিবন্ধকনকর্ড ফয়’স লেকে বিজয়ী পর্যটকদের পুরস্কার বিতরণ