অমল মিত্রের হাতেই চট্টগ্রামে প্রথম দেশের পতাকা উঠেছিল

স্মরণসভায় এমপি লতিফ | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সংসদ সদস্য এমএ লতিফ বলেছেন, একাত্তরের চট্টগ্রামে যার হাত দিয়ে প্রথম বাংলাদেশের পতাকা উঠেছিল, তিনি গেরিলা যোদ্ধা অমল মিত্র। ৭২ বছর বয়সী অমল মিত্র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গেরিলা অপারেশনে তার ভূমিকার কথা আজও মানুষের মুখে মুখে ফেরে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। তিনি গত ৯ জুন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের স্মরণসভা পরিষদের উদ্যোগে ও দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত।

দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদ পূজা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মরণসভা পরিষদের আহ্বায়ক রানা বিশ্বাস। রাজা বিশ্বাস ও মিলি লালার সঞ্চালনায় স্মরণসভার শুরুতে দক্ষিণ নালাপাড়া গীতা সংঘের ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিচালনায় অনুষ্ঠিত হয় কীর্তন ও গীতাপাঠ। প্রয়াতের আত্মার শান্তি ও সদগতি কামনায় প্রার্থনা পরিচালনা করেন পলাশ কান্তি নাথ রণি। স্মরণসভায় আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা পরিষদের সদস্য সচিব রনজন সাহা। বক্তব্য রাখেন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিয়া, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্ত, বিমলেন্দু দাশ মিন্টু, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, অ্যাড. অশোক দাশ, প্রদীপ কুমার রায়, সুলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, প্রয়াত অমল মিত্রের কন্যা ডা. পূজা মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক বৌদ্ধ পেশাজীবী পরিষদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন
পরবর্তী নিবন্ধপংকজ ভট্টাচার্যের আমৃত্যু সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে আনা