ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বর্ষপূর্তি

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাড. এস এম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, সাংবাদিক এম নাসিরুল হক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান, সহ-সভাপতি রোকসানা মাহবুবা লাভলী, ভাইস চেয়ায়ম্যান বখতিয়ার উদ্দীন, যুগ্ম মহাসচিব একরামুল হক মামুন, অর্থসচিব মো. জালাল মিয়া, আনিস আহমেদ খোকন, এম এ হাওলাদার, এমদাদুল হক সুমন, হাফেজ ক্বারী মাওলানা মো. ইব্রাহিম খলিল, মো. ফারুক, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন হাসপাতালে হুইল চেয়ার ও বস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর থানা ছাত্রলীগের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ : ডিসি