মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ : ডিসি

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা-মহানগরের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডার মোজাফফর আহমদ, সাহাব উদ্দিন, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, গ্রুপ কমান্ডার জাহেদ, ফেরদৌস হাফিজ খান রুমু, আবুল কাশেম চিশতি, আশরাফুল আলম, আনিছ কাদেরী, অরুণ দাস সাথী, নূর মোহাম্মদ চৌধুরী, সৈৗরিন্দ্রনাথ সেন, সরওয়ার আলম চৌধুরী মনি, শাহেদ মুরাদ সাকু, ড. ওমর ফারুক রাসেল, সৈয়দ মইনুল আলম সৌরভ প্রমুখ।
জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পর থেকে বীর মুক্তিযোদ্ধারাসহ সারাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন। এই টিকার মাধ্যমে দেশ শিগ্‌গিরই করোনা মহামারী থেকে মুক্তি পাবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধমানুষের মুখে হাসি ফুটাতে আমৃত্যু কাজ করে যেতে হবে : কামরুন মালেক