বহরদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে আজ বুধবার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
এসময় তিনি এলাকাবাসীর কাছে ২৭ জানুয়ারির সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, আপনাদের সন্তান হিসেবে সেবার দায়িত্ব নিতে চাই। চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী সকলেই একটি পরিবার। সিটি কর্পোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে। আমি চট্টগ্রামের সন্তান হিসেবে সুখে দুখে সকলের সাথে ছিলাম, আছি এবং থাকব।
চট্টল পরিবারে সদস্য হিসেবে মেয়র নির্বাচিত হয়ে চট্টল পরিবারের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই। এর আগে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ ছালামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল, আমজাদ হাজারী, রফিকুল হায়দার রফি, খলিলুর রহমান নাহিদ, খায়রুল আলম প্রমুখ। এ সময় তারা নৌকা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এরপর আমিন শিল্পাঞ্চল ও নাসিরাবাদ ওয়ার্ডে গণসংযোগের কথা রয়েছে তার।