নোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

এ কে আজাদকে সভাপতি, এএসএম শহীদুল্লাহ খানকে সহ-সভাপতি ও মহিউর রহমান চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচন করে ২০২২ ও ২০২৩ সনের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন নোয়াবের প্রাক্তন সভাপতি মতিউর রহমান ও মাহফুজ আনাম। এছাড়াও তাসমিমা হোসেন, এম এ মালেক, মোজাম্মেল হক, তারিক সুজাত, দেওয়ান হানিফ মাহমুদ, এম শামসুর রহমান, আলতামাশ কবির প্রমুখ কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বহাল রয়েছেন। রিয়াজউদ্দিন আহমেদ, এএমএম বাহাউদ্দীন ও শাহ হোসেন ইমাম সমন্বয়ে গঠিত নোয়াবের তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের পক্ষে রিয়াজউদ্দিন আহমেদ গতকাল শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়তে হবে বাসযোগ্য বিশ্ব
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ৩ শতাধিক পর্যটক আটকা কাল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ