চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া পথের হাটের পূর্বপাশে চেয়ারম্যানঘাটায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিমুল শীল (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ট্রাকটি শহরমুখী ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শিমুল। তিনি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের ওপর গিয়ে পড়েন।
এমন পরিস্থিতিতে ট্রাক চালক মোটরসাইকেলটিকে পাশ কাটতে গিয়ে সড়কের পাশের গাছের উপর গিয়ে পড়ে। এর আগে ট্রাকের সামনের অংশের ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ শিমুল রাস্তার এক পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানায় এসআই অনুপম।