নোরা কই যায়

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

নাটকের দল প্রসেনিয়ামের দ্বিতীয় প্রযোজনা ও প্রথম মৌলিক নাটক ‘নোরা কই যায়’ আগামী ২২ অক্টোবর সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২য় বার মঞ্চায়িত হবে। প্রযোজনাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মুনমুন, মিশফাক রাসেল, হ্যাপি চৌধুরী, পৃথা পারমিতা রায়, আসমা উলফাত এশা।

অংশগ্রহণ করেছেন জয়া প্রযুক্তা, মারিয়া খানম, অহনা বিশ্বাস, সুহাইলা আফরোজ, নুসাইবা তাবাসসুম, শিমরান ফেরদৌস, ওমর ফারুক ও পার্থ সেন। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোর্শেদ, আলোক পরিকল্পনায় মোসলেম উদ্দিন শিকদার লিটন, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় সিরাজাম মুনিরা স্বর্ণা, কোরিওগ্রাফিতে হ্যাপি চৌধুরী ও আবহ সঙ্গীতে দিদারুল আলম।

পূর্ববর্তী নিবন্ধসার্কাসকন্যা হতে জয়ার কসরত
পরবর্তী নিবন্ধতিন দিনেই হেরে গেল চট্টগ্রাম বিভাগ