নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগ

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

আগামী ২৭শে এপ্রিল আসন্ন উপ-নির্বাচন চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের নৌকা মার্কার সমর্থনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমার চট্টগ্রাম’র উদ্যোগে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে লিফলেট বিতরণ ও ব্যাপক এলাকায় গণসংযোগ করা হয়।

গণসংযোগটি অক্সিজেন মোড় থেকে পাঁচলাইশ ওয়ার্ডের বিভিন্ন এলাকায়, মোহরা ওয়ার্ডের গোলাইফ্যার দোকান, কাপ্তাই রাস্তার মাথা, কামাল বাজার, মৌলভীবাজার, মোহরা ওয়াসার মোড় হয়ে চান্দগাঁও ওয়ার্ডের বাহির সিগনাল, সিএন্ডবি রাস্তার মাথা, বাস টার্মিনাল, চান্দগাঁও আবাসিক এলাকা হয়ে বহদ্দারহাট বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সংগঠনের সভাপতি সাদেক হোসেন চৌধরী পাপ্পুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম. শাহজাহান। আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, নগর সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসেদ খোকন, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা পংকজ রায়, মোজাম্মেল হক মানিক, আবদুলা আল মামুন, আব্দুল বাতেন, সাইফুদ্দিন সাইফু, জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম, ইসমে আজিম আসিফ, ইলিয়াস খান, মোহাং নুর, মোহাং আকাশ, মোহাং রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতুলসীধামে আলোচনা সভা ও চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধদুর্নীতির কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে