আলফ্রেড নোবেল সুইডিশ রসায়নবিদ, বিজ্ঞানী ও শিল্পপতি। পুরো নাম আলফ্রেড বের্নহার্ড নোবেল। ডিনামাইট আবিষ্কার এবং নোবেল পুরস্কারের প্রবর্তক হিসেবে তাঁর খ্যাতি দুনিয়াজোড়া।
আলফ্রেড নোবেলের জন্ম ১৮৩৩ সালের ২১শে অক্টোবর স্টকহোমে। বাবা ইমানুয়েল নোবেলও ছিলেন বিজ্ঞান গবেষক। বাবার কাছেই নোবেল ‘টর্পেডো’ ও ‘মাইন’ নির্মাণের কৌশল রপ্ত করেন। তাঁর ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। বিজ্ঞান শিক্ষা নিয়েছেন গৃহশিক্ষকের কাছে। তবে তাঁর মধ্যে ছিল অসাধারণ উদ্ভাবনী শক্তি। প্রথমে তিনি নাইট্রোগ্লিসারিন নামের বিস্ফোরক উৎপাদনে সচেষ্ট হন। কিন্তু বিস্ফোরক তৈরির পর এর হঠাৎ বিস্ফোরণে নোবেলের ছোট ভাই সহ প্রায় পাঁচ জন লোক মারা যায়। অত্যন্ত ব্যথিত হৃদয়ে নোবেল আরো বেশি মনোযোগী হন এর নিরাপদ ব্যবহারের উপায় বের করার গবেষণায়। অচিরেই সফলতা আসে। আবিষ্কৃত হয় নাইট্রোগ্লিসারিনের নিরাপদ ব্যবহারের কৌশল। এরপর ডিনামাইট এবং আরো অধিক ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক আবিষ্কার করেন নোবেল। ডিনামাইট আবিষ্কার করে অর্জিত প্রচুর অর্থ ১৮৯৫ সালে তিনি মানব কল্যাণে উইল করে দেন। এই উইলের শর্তানুযায়ী আন্তর্জাতিক সংস্থা নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় এবং প্রতিবছর বিশ্ব জুড়ে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আলফ্রেড নোবেলের নামে প্রদত্ত আন্তর্জাতিক এই পুরস্কার বিশ্বের অন্যতম সম্মাানজনক পুরস্কার। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন।