নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের বর্ষপূর্তি

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ৬ মে টিআইসিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল সনদ প্রদান, গুণীজন সংবর্ধনা, একক শাস্ত্রীয় সঙ্গীত, একক সেতার বাদন, সমবেত তবলা লহড়া, সমবেত কথক নৃত্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবী মীরা আচার্য্য। সংগীত নিকেতনের উপদেষ্টা অ্যাড. শুভাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্যা নীড এ্যাপারেলসের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ। প্রত্যয় বড়ুয়া অভির সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ তরুণ কুমার দাশ, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক স্বপন দাশ, নৃত্য শিক্ষিকা অর্পিতা দাশ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুমী চক্রবর্তী ও প্রীতম আচার্য্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সঞ্জয় চক্রবর্তী। বক্তারা নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৫
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার