নীরবতার বঙ্গানুবাদ

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

তুমি খুঁজতে যেওনা

আমার এই দুচোখে লুকিয়ে থাকা

হাজার কথার মানে।

আমার নীরবতার বঙ্গানুবাদ

আমার অভিমানই জানে।

 

তুমি বুঝতে চেয়ো না

আমার উদাস করা বিকেলগুলো

কেন একলা একলা কাটে!

কেন চোখের নিচে জমছে কালি,

কেন ঘুম আসে না খাটে!

 

তুমি মুছতে যেয়ো না

আমার চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়া

দুফোঁটা চোখের জল।

নাইবা জানলে, ভাঙা স্বপ্নের বেদনা লুকাতে

আমি করে গেছি কতো ছল।

 

তুমি জানতে চেয়ো না

হাজার হাজার লোকের ভীড়েও

কেন আমি ভীষণ একলা থাকি!

কেন সঙ্গে থাকার প্রতিশ্রুতির

সবটুকুই আজ ফাঁকি!

 

তুমি দেখতে চেয়ো না

আমার বুকের গহীনে ডুবসাঁতার দিয়ে

আমার দুঃখ সুখের ছবি।

সুখের ছবি! অতলে সে তলিয়ে গেছে।

আজ হারিয়ে ফেলেছি সবই।

পূর্ববর্তী নিবন্ধশিবপ্রসাদ চট্টোপাধ্যায় : ভারতীয় ভূগোলবিদ
পরবর্তী নিবন্ধঅশুভ সংকেত