সারা বছরই বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা চলে, আর সে পরীক্ষাগুলো সাধারণত ঢাকায় অনুষ্ঠিত হয়ে থাকে। অনেক সময় চট্টগ্রামে বিভিন্ন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দূর–দূরান্ত থেকে ছুটে আসে চাকরি প্রত্যাশীরা কাঙ্ক্ষিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য। সে জন্য সবার সময় সম্পর্কে সচেতন থাকা জরুরি। শহরে এক ঘণ্টা আগে বের হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা বিরলভাগ্য। এক ঘণ্টার পথ যানজটের বিড়ম্বনায় দুই থেকে তিন ঘণ্টাও লেগে যায়। তাই পরীক্ষার্থীরা সচেতনতার সঙ্গে দুই থেকে তিন ঘণ্টা হাতে নিয়ে বের হন কিংবা তারও বেশি সময়। আর কোন পথে কোন রুটে কোন কলেজ, বিশ্ববিদ্যালয়–এটা না চেনা অস্বাভাবিক কিছু নয়। এ জন্য কেন্দ্রে পৌঁছতে মোবাইল ফোন খুব প্রয়োজন। মোবাইল ফোন বিহীন পরীক্ষাকেন্দ্রে গমন কোনো মতেই সম্ভব নয়। যদিও পরীক্ষার নিয়ম অনুযায়ী কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তা সঙ্গে রাখাও অনুচিত। কিন্তু এই বিশেষ প্রয়োজনে মোবাইল ফোন নিয়ে আসা কোনো দোষের নয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য মোবাইল ও ব্যাগের কোনো নিরাপত্তার নিশ্চায়তা থাকে না। এ ক্ষেত্রে যেখানে পরীক্ষা সে কেন্দ্রের নিজস্ব তত্ত্বাবধানে মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা থাকলে হয়তো এগুলোর নিশ্চিয়তা পাওয়া যাবে। নয়তো পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হন। তাই যে কেন্দ্রেই পরীক্ষা হোক না কেন নিয়োগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ বিষয়টি বিবেচনা করার জন্য।
শরীফ হাসান
চট্টগ্রাম।