মন খুলে হাসতে গেলে দমের প্রয়োজন হয়, আর সেই দম আমার অনেক আছে সুন্দর হাসি অনেকেরই তো হয় আমার হাসিটা না হয় একটু বেমানানই থাক। ভাবুক মন নির্বাক হয়ে অধীর চিন্তায় মগ্ন থাকলে যদি কোনো উত্তর নিজ মন হতে না আসে তখন ভাবতে হবে আমি আর জীবিত নই, পোড়ামাটির তৈরি ছন্দপতনে তৈরী অসহ্য এক মানুষ মাত্র। প্রাণোচ্ছ্বল ব্যক্তির কোনো মূল্য দিতে জানে না এই সমাজ কারণ তারা ভাবে সে সর্বদাই সুখী মানুষ কিন্তু তার মনে যে ব্যথায় কেঁপে উঠে ঘূনাক্ষরেও তাদের বুঝালেও বুঝতে চায় না। নিজের বলতে তাঁর যে আবেগ নিবেদন কাজ করে সেটা তুচ্ছতাচ্ছিল্যের ন্যায় ভেবে নেয়া হয়। অতঃপর প্রাণোচ্ছ্বল ব্যক্তির হাসি আর সুন্দর ভাবুক মন হারিয়ে যায় কালের গহ্বরে যা ধ্বংস করে কিছু মানুষ ও সমাজ। কিন্তু দায় টা ঠিক ঐ ব্যক্তির উপরেই পরে যার জন্য সে দায়ী নয়। দিনশেষে সর্বক্ষণ মানুষের উপকার করা সে লোকটিই নিষ্ঠুরতম আবেগের অনুভূতি নিয়ে নির্মম বাস্তবতার সাথে একাই লড়ে যায়।