ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে বাকি বিশ্ব থেকে রাশিয়া প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে নাগরিক জীবনে ভোগান্তি শুরু হয়েছে। দোকানগুলোতে কয়েক ঘণ্টা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনতে হচ্ছে সাধারণ রুশ নাগরিকদের। যেরকম লম্বা লাইন চোখে পড়ত সোভিয়েত যুগে। ওই সময় কিছু কিছু খাবারের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হত। খবর বিডিনিউজের।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার এত বছর পর রাশিয়ায় আবার দেখা যাচ্ছে সেই পুরোনো দৃশ্যপট। রাশিয়ায় প্রধান খাদ্যদ্রব্যের জন্য মানুষের হুমড়ি খেয়ে পড়া এমন আশঙ্কাই জাগিয়ে তুলছে যে, ইউক্রেনে ক্রেমলিনের আগ্রাসনের জেরে পণ্যস্বল্পতা কিংবা সোভিয়েত ইউনিয়ন যুগের দীর্ঘ লাইনের সারির দিন ফিরে আসতে চলেছে। সোভিয়েত ইউনিয়ন যুগের অর্থনীতির পুরোভাগেই ছিল খাদ্য ও ভোগ্যপণ্যের স্বল্পতা। দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে জিনিস কেনা তখন মানুষের জীবনের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল। সোভিয়েত ইউনিয়নের শেষ দিনগুলোতেও রুটির জন্য দোকানে দেখা গেছে মানুষের দীর্ঘ সারি। সেই একই পণ্যস্বল্পতা আবার ফিরে আসছে। দেড়/দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও রুশ নাগরিকদের অনেকেই প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না।