চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সর্বমোট ২২ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে। গতকাল ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে দিনভর ভোটগ্রহণ হয়েছে এবং শেষ পর্যন্ত ২২ দশমিক ৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান। চসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।