নির্ধারিত দামে ভোজ্যতেলের বিক্রি নিশ্চিত করার দাবি

ক্যাবের বিবৃতি

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

বেশ কয়েকমাস ধরে অস্থির ভোজ্যতেলের অস্থিরতা ঠেকাতে দাম নির্ধারণ করে দিয়েছেন অত্যাবশ্যকীয় পণ্য বিপণন-সংক্রান্ত সরকারি কর্মকতা ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি। অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের মূল্য নির্ধারণ সরকারের শীর্ষ মহলের আন্তরিকতার বহির্প্রকাশ। কিন্তু নির্ধারিত মূল্য কার্যকরে মাঠ পর্যায়ে যথাযথ নজরদারিতে আন্তরিকতার ঘাটতি হলে এ উদ্যোগের সফলতা নিয়ে সংশয় থেকে যায়। সরকারের এই সিদ্ধান্তকে একপেশে ও গুটিকয়েক ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণে করা হয়েছে বলে মত প্রকাশ করে নির্ধারিত দামে ভোজ্যতেলের বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সরকারের তদারকি সংস্থাগুলি নিরব দর্শক। ছিলেন। তেলের এই দাম বেঁেধ দেয়ার কারণে ভোক্তা পর্যায়ে কোন সুফল আসবে না বলে মত প্রকাশ করেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা, উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ভোক্তা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত বাজার তদারিক অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও অস্থিরতা ঠেকানো সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কেই চলছে কাঠ ব্যবসা
পরবর্তী নিবন্ধঅভিযান চলে, জমি ভরাটও চলে