নির্দেশনা অমান্য ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় নগরে ১০ প্রতিষ্ঠানকে ছয় হাজার ২০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, অভিযানে নগরের চান্দগাঁও ও চকবাজার এলাকায় করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করা লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর পর মারা গেলেন স্বামীও
পরবর্তী নিবন্ধহ্নীলায় আ.লীগ কর্মীর ওপর হামলা মামলার আসামি কারাগারে