উৎসবমুখর ঈদ উল ফিতর শেষ হলো। প্রতি বছর ঈদ আসলে এ জনপদে সাজ সাজ রব উঠে। নাড়ির টানে শেকড়ে ছুটে মানুষ। সড়ক জনসমুদ্রে পরিণত হয়। তীব্র যানজট, বাড়তি ভাড়ার খড়গ, রাস্তায় রাস্তায় ভোগান্তি যেন শেকড়ের টানে ছুটে চলা মানুষের নিয়তি হয়ে গেছে। তবুও মানুষ প্রাণের সাথে প্রাণ মেলাতে আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসে আপনালয়ে। পরিসংখ্যান বলছে ঈদের আগে ও পরে ১০ দিনে কমপক্ষে ১০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কী ভয়ংকর ব্যাপার! শত প্রাণের পরিসমাপ্তি। আমাদের সড়ক যেন আমাদের জন্য মৃত্যুফাঁদ। সড়ক যেন মড়ক হয়েই আছে যা নাড়ির টানে নীড়ে ফেরা মানুষদের লাশে মোড়ানো। মৃত্যুর মিছিল বন্ধ হয় নি। প্রতিদিনই ঝরছে প্রাণ। প্রাণ ঝরানো এ ভীতিকর যাত্রা থেকে কবে মুক্তি পাবে আপামর জনসাধারণ তা অজানা। সড়কে খানাখন্দ, অপ্রশস্ত সড়ক, লাইসেন্সবিহীন চালক, নির্ধারিত গতিসীমা না মেনে গাড়ি চালানোসহ যেসব কারণে বেশি বেশি দুর্ঘটনা হচ্ছে তা দায়িত্বশীল কারো অজানা থাকার কথা নয়। তবুও লাগাম টানা যাচ্ছে না সড়ক দুর্ঘটনার। নিরাপদ সড়ক যেন অমাবস্যার চাঁদ হয়ে গেছে।