নিরাপদ ট্রেন পরিচালনায় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

মাস্টার গার্ডসহ ১৭০ কর্মচারীকে প্রশিক্ষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

নিরাপদ ট্রেন পরিচালনা এবং যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মাস্টার, গার্ড, পয়েন্টস ম্যান ও গেটকিপারদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেন পরিচালনায় টেকনিক্যাল সাইটে যারা কাজ করেন রেলওয়ের বিভিন্ন বিভাগের এসব কর্মচারীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় প্রায় ১৭০ জন কর্মচারী অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এ এম এন সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তারেক মো. শামস্‌ তুষার। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী, ট্রাফিক পরিদর্শক মাসুম সিকদার ও স্টেশন মাস্টার জাফর আলম।
পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত আজাদীকে বলেন, ট্রেন পরিচালনায় যারা টেকনিক্যাল কাজে যুক্ত তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই এই কর্মশালা। এতে নিরাপদে ট্রেন পরিচালনা এবং আরামদায়ক যাত্রীসেবার বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধখাবারে কৃত্রিম রং ফ্রিজে দুর্গন্ধযুক্ত মাংস মিষ্টি