নিজেকে ঠিক করে চিনতে, ভেতরের আমিটাকে আরো বেশি করে জানতে নিজেকে সবার আগে ভালোবাসুন। আনন্দ খুঁজে নিন নিজের মত করেই। নিজের সাথে কখনই অন্যের তুলনা করবেন না। প্রতিটি মানুষ নিজের মত করে আলাদা, আর তাই প্রথমেই নিজে বাঁচতে শিখুন। কারণ যখনই আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, তখনই আপনার মধ্যে বাড়বে আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসলে তবেই কিন্তু আপনি নিজের জীবন উপভোগ করতে পারবেন। আপনার সুন্দর চেহারা, বাড়ি, গাড়ি থাকা মানেই কিন্তু জীবন সুন্দর হওয়া নয়। আমাদের কারোর জীবনেই পারফেক্ট বলে কিন্তু কিছুই হয় না। আনন্দে বাঁচতে শেখায় হলো জীবনের মূল লক্ষ্য। আপনার পরিবার, কাছের মানুষ, চাকরি, জীবনে শত ব্যস্ততা সব নিয়েই আপনাকে থাকতে হবে, তার মধ্যেও নিজেকে সময় দিতে হবে যারা নিজেকে নিজের মত করে ভালোবাসবে তারা তাদের জীবনের সফলতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তাদের বাঁচার ইচ্ছা বেড়ে যাবে দ্বিগুন। যারা নিজেকে ভালোবাসবে তারা অন্যকেও ভালোবাসতে পারবে আনন্দে রাখতে পারবে। তাই আমাদের নিজের প্রতি আরো যত্নশীল হবে, মনে রাখতে হবে নিজের জন্য কিছু করতে পারলে পৃথিবীর মানুষের জন্য কিছু করতে পারবেন, সকলকে ভালোবাসতে পারবেন।