নিখোঁজের একদিন পর মো. আলমগীর (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর উত্তর পতেঙ্গার রিং রোড বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীর উত্তর পতেঙ্গার খেজুর তলা এলাকার আব্বাস আলী বাড়ির নূর আলীর পুত্র।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, লাশের গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি খুনের মামলা করেছে নিহতের পরিবার। লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ড্রেজার দিয়ে বালু তুলে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন ব্যবসায়ী আলমগীর। এছাড়াও তার অটোরিঙা ও টমটমের ব্যবসা রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। আলমগীরের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। গতকাল সাগর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওসি উৎপল বলেন, লাশের পাশ থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়েছে। আলমগীরকে খুন করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে-সেটা আমরা খতিয়ে দেখছি।