কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

পটিয়ায় কাজল দে নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাথে প্রতারণার পর আত্মগোপন করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার কচুয়াই ইউনিয়নের ব্যবসায়ী স্বপন দে। তিনি মৃত সুরেন্দ্র লাল দে’র পুত্র।
পুলিশ জানায়, কচুয়াই ইউনিয়নের মিলন দে’র পুত্র ও উপজেলার কমল মুন্সিরহাট এলাকার নিউ মা জুয়েলার্সের মালিক কাজল। গত বৃহস্পতিবার থেকে তিনি আত্মগোপন করেছেন।
ব্যবসায়ী স্বপন দে’র অভিযোগ, কমল মুন্সিরহাটে স্থানীয় ব্যবসায়ীদের একটি সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় ৩০ জন। কাজল সমিতির প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন তিনি। ব্যবসায়ী স্বপন দে জানান, স্বর্ণ ব্যবসার আড়ালে কাজল দীর্ঘদিন ধরে সমিতি ও স্থানীয় লোকজনের টাকা সুদে লাগান।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচলবে বিআরটিসির দ্বিতল বাস
পরবর্তী নিবন্ধনিখোঁজের একদিন পর সাগরপাড়ে মিলল ব্যবসায়ীর লাশ