নিখোঁজ কবি

তটিনী বড়ুয়া | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

আজ কবিরা ভীরু ভীষণ

কুণ্ঠিত তার সৃষ্টি সৃজন

ভয়ের ভ্রমর হুল ফোটায় আঙ্গুলে,

আজ কবিদের লিখতে মানা

শব্দশালায় শেকল টানা

বিপ্লবী তাই লিখছে না মন খুলে।

আজ কবিরা ভাবছে বসে

দাঁড়িকমার হিসেব কষে

কল্প কথার ভুল মানে কে খোঁজে!

তাই কবিরা ভাবনা ছেড়ে

ভ্রান্তি বুকেই উঠছে বেড়ে

পাছে লোকে মন্দ কিছু বোঝে।

পূর্ববর্তী নিবন্ধতুমি আমার
পরবর্তী নিবন্ধপলাতকা মেয়েটি