সর্বশেষ তিনদিনের কোয়ারেন্টিন পর্ব সম্পন্ন করে মাঠে ফিরেছে বাংলাদেশ দল। হালকা মেজাজের অনুশীলন দিয়ে শুরু হয়েছে টেস্ট সিরিজের প্রস্তুতি। লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে মোমিনুল হক, মুশফিকুর রহিমদের দেখা গেছে ফুরফুরে মেজাজে। নিউজিল্যান্ডে যাওয়ার ১১ দিন পর পুরো দল প্রথমবারের মতো সুযোগ পেয়েছে এক সঙ্গে অনুশীলন করার। প্রথম টেস্টের আগে এখনও বেশ সময় আছে। তাই তাড়াহুড়ার কিছু দেখছেন না রাসেল ডমিঙ্গো। পরিকল্পনার চেয়ে দীর্ঘ হয়ে যাওয়া বিরতির প্রভাব কমিয়ে আনার জন্য, জড়তা কাটানোর জন্য ক্রিকেটারদের সময় দিতে চান বাংলাদেশ কোচ। ‘বের হতে পেরে খুব ভালো লাগছে। লম্বা একটা বছর শেষে ১১ দিন রুমে থাকা ছেলেদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কোয়ারেন্টিন শেষে রৌদ্রজ্জ্বল দিনে নীল আকাশের নিচে আসতে পেরে ছেলেরা খুব খুশি। টাউরাঙ্গায় টেস্ট ম্যাচ-পূর্ব ছয় দিনের প্রস্তুতি পর্বের আগে ছেলেদের মানিয়ে নেওয়া নিশ্চিত করার জন্য, এখানে আগামী দুই-একদিন হালকা মেজাজের ব্যাটিং-বোলিং অনুশীলন চলবে। এরপর সেখানে টেস্টের জন্য যে মাত্রার অনুশীলন প্রয়োজন ছেলেরা তাও করবে।’ সকাল ১০টায় শুরু হয় বাংলাদেশের অনুশীলন। ওয়ার্ম করার পর নিজেদের মধ্যে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা। পরে চলে ব্যাটিং, বোলিং। বিসিবির পাঠানো ভিডিওতে হাসিখুশি দেখা গেছে দলের সদস্যদের। লিটন দাসকে বল করেন টিম ডিরেক্টর ও বাংলাদেশের সাবেক অধিনায়ক পেসার খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিম খেলেন মেহেদী হাসান মিরাজের অফ স্পিন। নিউজিল্যান্ড যাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এখনও কোয়ারেন্টিনেই আছেন। রোববার দেওয়া নমুনায় নেগেটিভ হওয়ায় বাকিরা পেয়েছেন মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ।