‘বাংলাদেশের বিপক্ষে ফাইনাল কঠিন হবে’

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই লক্ষ্যপূরণের পথটা মোটেও সহজ মনে হচ্ছে না ভারত কোচ অ্যালেক্স মারিও অ্যামব্রোসের। তার প্রত্যাশা ভালো একটা ফাইনালের। বলেন,‘সব ফাইনালই কঠিন। মোটেও সহজ নয়। স্বাগতিকদের বিপক্ষে তো আরও কঠিন, বিশেষ করে দর্শকদের সব সমর্থন তাদের দিকেই থাকবে। দর্শকদের সমর্থন অবশ্যই পার্থক্য গড়ে দেয়। তবে আমার মনে হয়, এটা আবার একইসঙ্গে খেলোয়াড়কে নিজেদের সর্বোচ্চটা দিতে উৎসাহিত করে, খেলোয়াড়ের সত্যিকারের দৃঢ়তা প্রকাশ পায়।’ ‘আমরা আমাদের সুযোগ নষ্ট করেছি রাউন্ড রবিন লিগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। ৯০ মিনিট খেলে ভালো ফলাফল করার ভালো সুযোগও ছিল। আমরা গোলমুখে খেলতে পছন্দ করি। নিশ্চয় বসে থেকে থেকে এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না, যা আমাদের হাতে নেই। এর চেয়ে ম্যাচের দিকে নজর দিয়ে দলের জন্য যা ভালো, সেটাই করা উচিৎ। এটা মোটেও চাপের বিষয় নয়। মূল বিষয় হলো মাঠে খেলা, মুহূর্তটাকে উপভোগ করা। ফাইনালে খেলতে পারা বিশাল এক ব্যাপার। দুই দলের মেয়েরাই তাদের দেশের প্রতিনিধিত্ব করবে। পরিকল্পনাটা হলো আমরা এতদিন যা শিখেছি সেটা মাঠে দেওয়া আর সেরা ফলটা বের করে আনা।’ ভারত অধিনায়ক সুমতি কুমারি জানান,‘দল ফাইনালে খেলছে, ভীষণ ভালো লাগছে। ফাইনাল জেতার জন্য যেভাবে খেলা দরকার, আমরা সেভাবেই খেলব।’

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে প্রস্তুতি শুরু মোমিনুলদের
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে গেলো বাংলাদেশ যুব ক্রিকেট দল