নারীর প্রতি সহিংসতা রোধে একযোগে কাজ করতে হবে

পটিয়ায় সমাবেশে অতিরিক্ত ডিআইজি

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৯:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেছেন, সারা দেশে নারীর প্রতি সহিংসতা আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে সবাইকে সচেতন হতে হবে।
বিশেষ করে সমাজের সর্বস্তরের এই ম্যাসেজ পৌঁছাতে হবে যে, ধর্ষণের শাস্তি বাড়িয়ে এখন মাননীয় প্রধানমন্ত্রী তা মৃত্যুদণ্ডে উন্নীত করেছেন।
তাই সাবধান, কোথাও যাতে নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং, ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা ঘটতে না পারে সেই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি এ ধরনের অপকর্ম করে কেউ যাতে পার না পায় সেজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি গত শনিবার পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া সার্কেলের পুলিশ পরির্দশক মনজুরুল আলম, পটিয়া থানার ওসি মো: বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু। জাহাঙ্গীর মেম্বারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য শওকত আকবর, মোহাম্মদ জাবেদ, মো: ওসমান, মোহাম্মদ ইউনুছ, আবদুল আজিজ, নেজাম উদ্দিন, ফরিদা ফারভিন, খুরশিদা আকতার, খোরশেদ আলম।

পূর্ববর্তী নিবন্ধরাউজান কলেজ গাউসিয়া কমিটির স্বাগত র‌্যালি
পরবর্তী নিবন্ধকরোনা দুর্যোগে সবাইকে সহমর্মী হতে হবে