সাধারণ অর্থে শিক্ষা হলো জ্ঞান বা দক্ষতা অর্জন করা। অন্যভাবে বলা যায়, সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন যা ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসে। শিক্ষা বিভিন্ন ভাবে অর্জন করা যায়। সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ইত্যাদি।
আমাদের দেশের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যায়, মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় শিক্ষাজীবন সমাপ্ত করতে না দিয়েই নারীর ইচ্ছার বিপরীতে তাকে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয়। নারীর ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে তাকে বিয়ে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। পুরুষ বা ছেলেদের ন্যায় মেয়েদেরও নিজের অধিকার, ইচ্ছা, বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে। তাদের এইসব আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেওয়া ভদ্র সমাজের কর্তব্য। পরিবারের অনেক সদস্য রয়েছে তার মধ্যে নক্ষত্র হলো ‘বাবা’’। যিনি তার পরিবারকে ভবিষ্যত দেখায়। আর সেই নক্ষত্র ডুবে গেলে পরিবারের ভবিষ্যত অন্ধকারময় হয়ে যায়। নারীকে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে দিতে হবে। তাকে সুযোগ করে দিতে হবে যেন সে জীবনে সফল হতে পারে। আর কিছু না পারুন তাকে মনোবল বাড়াতে সাহায্য করতে পারেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখাতে পারেন, অনুপ্রেরণা যোগাতে পারেন। বিয়ে কখনই সবকিছুর একমাত্র সমাধান হতে পারেনা। যদি তাকে সামান্য অনুপ্রাণিতও না করতে পারেন তাহলে অন্তত তার স্বপ্নের পথে প্রতিবন্ধক হওয়া উচিত নয়।
লেখক: শিক্ষার্থী