নারী তুমি শান্তির অনন্যা
কন্যা যেন আনন্দ উচ্ছলতার বন্যা।
মা এক পবিত্র শান্তি সুখের কাব্যের
কথোপকথন সংগ্রামী হয়ে করেছে যতন
মা মাগো তুমি এক অসহায় জননী
সারাদিন ধরে ঝরছে জল করছ কেন কান্না
প্রসব যন্ত্রণায় নাকি কন্যা সন্তান হলে
সংসার ছেড়ে দেশান্তর হওয়ার ভয়ে।
এই কান্না কোন এক কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে
কোন এক বিবাহিত রমনীর লাঞ্ছিত হওয়া,
নির্যাতিত নারীর বস্ত্র হরণের ইজ্জতের!
কান্না যে আর থামে না মা মাগো
এই ভয়াবহ মহামারী দিচ্ছে না রেহাই
প্রকৃতি ও সময় বারবার মুখ ফিরিয়ে করে দিচ্ছে চুপ
এই যন্ত্রণায় অপমানে দিতে চাই ধিক্কার
প্রশ্ন আমার আর কত ধর্ষিত হবে
মেনে নেব এই নির্মম অত্যাচার।