নারী তুমি সবার মমতাময়ী মা, নারী তুমি কারো বোন, নারী তুমি কারো বা প্রিয়তমা। নারী তুমি কারো অর্ধাঙ্গীনি, নারী তোমাকে নিয়ে কেন এতো গঞ্জনা। নারী তোমাকে নিয়ে কেন এতো বঞ্চনা! নারী তুমি সেই সকাল থেকে গভীর রাত অবধি দেহ কর ক্ষয়, হাজারো জ্বালা যন্ত্রণা সয়ে তুমি ধুঁকে ধুঁকে সব ব্যথা সয়ে যাও। নারী তোমাকে নিয়ে কেউ বানায় সখের বশের দাসী, নারী তোমাকে নিয়ে আবার ভালোবেসে গলায় পরে ফাঁসি। নারী তোমার জন্য কেউ আবার রত্না গর্ভা মা উপাধি পায়, নারী তুমি যে সংগ্রামী নারী -নারী তুমি যে এভারেস্ট জয়ে পৃথিবীর ওপারে দাও পাড়ি। নারী ঘরের কোন থেকে মহান সংসদের সবখানে পাই শুধু তোমার বিচরণ। নারী তুমি সংগ্রামী নারী, নারী তোমার সম অধিকারে কোন অংশেই পিছিয়ে নও তুমি। নারী তোমাদের জানাই সংগ্রামী লাল শুভেচ্ছা।