নাইজারের সীমান্ত এলাকায় হামলায় নিহত ৫৮

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

নাইজারের মালি সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। সোমবার চারটি গাড়ি তিলাবেরি অঞ্চলের একটি বাজার থেকে লোকজনকে নিয়ে ফেরার সময় বন্দুকধারীরা সেগুলোর ওপর গুলি ছোড়ে। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। খবর বিডিনিউজের।
বিবিসি জানিয়েছে, বর্তমানে নাইজারে দুটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে। এর একটি পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী অঞ্চলে ও অপরটি দক্ষিণ-পূর্বে নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এনএমসি এবং ট্রিপল এস মাস্টার্স জয়ী
পরবর্তী নিবন্ধট্রাম্পের সমর্থনে প্রচারণায় অনুমোদন দিয়েছিল রাশিয়া