ট্রাম্পের সমর্থনে প্রচারণায় অনুমোদন দিয়েছিল রাশিয়া

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গত বছরের নির্বাচনে প্রভাব খাটানোর প্রচেষ্টায় অনুমোদন দিয়েছিলেন। মার্কিন সরকারের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে বিজয়ী জো বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছিল মস্কো। তবে নির্বাচনের চূড়ান্ত ফলে বিদেশি কোনো সরকারের কোন হাত ছিল না বলেও জানানো হয়। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বারবারই অস্বীকার করেছে রাশিয়া। খবর বিবিসি বাংলার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের কার্যালয় থেকে ১৫ পৃষ্ঠার প্রতিবেদনে একে রাশিয়া ও ইরানের প্রভাব খাটানোর অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাইজারের সীমান্ত এলাকায় হামলায় নিহত ৫৮
পরবর্তী নিবন্ধঝড়ের গতিতে ছুটছে দৈত্যাকার ব্ল্যাক হোল