নাইক্ষ্যংছড়িতে সিএনজি উল্টে নিহত ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে একজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে গেলে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত আবু তালেম (৬০) কক্সবাজার জেলার পিএমখালী ৬নং ওয়ার্ডের মৃত পেঠান আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জনস্বাস্থ্য অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহতাশার পরাজয়ে বড় প্রাপ্তি লিটনের সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা পানি শোধনাগার পরিদর্শনে জাইকা প্রতিনিধি