বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজোলার সদর ইউনিয়নের চাকঢালা হামিদিয়াপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালায়। এ সময় ১টি দেশীয় তৈরি এলজি রাইফেল, ১টি বল্লম উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন
চাকঢালা বিজিবির নায়েব সুবেদার মো. মোতাহের হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ বলেন, পরিত্যক্ত অবস্থায় সন্ত্রাসী আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় জমা দেয়া হয়েছে।