সমৃদ্ধ ও নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করছে প্রশাসন

গণশুনানিতে চবি উপাচার্য

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুল প্রত্যাশিত ‘ডিজিটাল মাস্টার প্ল্যান’ প্রস্তুতির কাজ শেষ হয়েছে। গতকাল ৫ অক্টোবর চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চবি ডিজিটাল মাস্টার প্ল্যান প্রণয়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান Sheltech Consultants (Pvt) Ltd. Sheltech Private Ltd.. (J.V.) কর্তৃক প্রণীত ডিজিটাল মাস্টার প্ল্যানের ওপর প্রস্তাবিত সংশোধিত চূড়ান্ত ডিজাইন, ড্রয়িং ও ড্রাফট রিপোর্ট সম্পর্কে চঁনষরপ ঐবধৎরহম রিঃয ঃযব ঝঃধশবযড়ষফবৎং-এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় অনলাইনে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ইউসিজি’র সাবেক চেয়ারম্যান ও চবি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য প্রফেসর আবদুল মান্নান, বিভিন্ন পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। প্রস্তুতকৃত এ ডিজিটাল মাস্টার প্ল্যান মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। বিশদ বিবরণ তুলে ধরেন উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল মাসুদ। অনলাইনে অংশগ্রহণ করেন উক্ত কার্যক্রমের টিম লিডার প্রফেসর ড. আখতার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী আবু সাঈদ হোসেন। তিনি বলেন, এই ডিজিটাল মাস্টার প্ল্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ও দীর্ঘদিনের গবেষণা এবং পরিশ্রমের ফসল। তিনি বলেন, যে পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল কালের পরিক্রমায় তা পরিমার্জন আবশ্যক। তাই আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়কে অধিকতর সমৃদ্ধ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিজিটাল মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধকুতুপালং ক্যাম্পে আরো এক রোহিঙ্গাকে গলা কেটে খুন
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার