নাইক্ষ্যংছিতে অস্ত্রসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আটক

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ২:৫১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছিতে চারটি অস্ত্রসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতিকে আটক করেছে বিজিবি। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তির নাম শাহ সিরাজুর রহমান সজল (৫২)। তিনি মৃত শাহ মোস্তাফিজুর রহমানের ছেলে। বিজিবির সুবেদার মোহাম্মদ তাহাজ্জেল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালায় বিজিবি। এ সময় তার বসতবাড়ি থেকে তল্লাশি করে ৩টি একনলা বন্দুক এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, বিজিবির অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিজিবির অপারেশন দলের নেতৃত্বদানকারী সুবেদার তাহাজ্জেল হোসেন মামলা করবেন।

তবে আটককৃত শাহ সিরাজুর রহমান সজলের পরিবারের দাবি, রাবার বাগানের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সজলকে ফাঁসানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিজিবি কর্তৃক আটককৃত সজলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সজল বাইশারী এলাকায় প্রতিষ্ঠিত একজন রাবার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১০৭ জন
পরবর্তী নিবন্ধনগর ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৩