‘না’ বলা ছাড়ুন : বিএনপিকে তথ্যমন্ত্রী

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

‘নেতিবাচক’ রাজনীতি থেকে সরে সংলাপে যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে গণযোগাযোগ অধিদপ্তর পরিচালিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প থেকে প্রকাশিত ‘জাতির পিতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এ আহ্বান জানান। খবর বিডিনিউজের।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে যেতে বিএনপির অনীহার বিষয়টি তুলে ধরে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে সবকিছুতে না বলার নেতিবাচক রাজনীতি থেকে সরে আসতে আহ্বান জানাচ্ছি। তাদের কোনো বিষয়ে আপত্তি থাকলে, সেটিও তারা সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতিকে বলে আসতে পারবেন, এটিই গণতান্ত্রিক রীতিনীতি। তারা যেটা রাজপথে বলছেন, সেটিও তারা সংলাপে বলতে পারেন।
এই সংলাপে ফল আসবে না বলে সমালোচনার জবাবে তিনি বলেন, গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং কমিশনের অনেক সিদ্ধান্তের সাথে সময়ে সময়ে দ্বিমত পোষণকারী এবং কেউ কেউ যাকে বিএনপিপন্থী বলেন, সেই মাহবুব তালুকদারও সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। সেটিই প্রমাণ করে যে এই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন ঠিক ছিল এবং সংলাপ কার্যকর। এবারও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সংলাপ করছেন, গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই তা করা হচ্ছে এবং অনেক গণতান্ত্রিক দেশ আছে সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এধরণের সংলাপ হয় না।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধলামায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ ও মারধরের অভিযোগ