মেধাবীরা জেগে ওঠো বিহঙ্গ মনে-প্রাণে
জনসমুদ্রে মিশে যাও নতুনত্বের উল্লাসে,
তেজের স্পর্শে এগিয়ে চলো সকলে
অভিযান শুরু হোক চোখের নিমিষে
আঁধার বলয়ে ছোবল হেনে-
আকাশে বাতাসে বারুদ জ্বালো,
আলোর পথে ফিরে এসো সকলে
দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলো।
পাথর সময়ের প্রাচীর পেরিয়ে
উত্তপ্ত শপথে এগিয়ে চলো দলে দলে,
অধিকার আদায়ের অনড় দাবিতে
চেতনার অগ্ন্যুৎপাতে প্রকম্পিত হোক চারিদিক
তুখোড় সংগ্রামে টুটে যাক বৈরিতা,
চির সুন্দর আগামীর স্বপ্নে-
তরঙ্গবেগে ঐক্যের করতালে
ফের শুরু হোক নবযাত্রা।