নতুন ভোরের আশায়

আসাদুজ্জামান সম্রাট | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ঘুম ভাঙলে, হবে ভোর
জাগবে মনে আশার আলো,
সেই আলোতে দেখবে মানুষ,
সদ্য হওয়া, এক জীবাণু মুক্ত ভোর।

নতুন ভোরের আশায়
সবাই আছি, আপনমনে বসে,
দিন যায়, মাস আসে
তবুও ত আসে না, সে-ই ভোর।

সেই নতুন ভোরের, ঘুম থেকে ওঠে,
পড়বে সবাই আজাদী পত্রিকা,
জানবে সবাই বেশি কিছু
থাকবে সবাই এগিয়ে জ্ঞানের রাজ্যে।

সেই নতুন ভোরের আশায়,
একলা আছি বসে,
কোন এক নির্জন নিরালয়ে।

পূর্ববর্তী নিবন্ধ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না : কাদের
পরবর্তী নিবন্ধপথের শেষে তুমি