জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে নগরীর আন্দরকিল্লাস্থ সিটি করপোরেশন চত্ত্বরে আগামী ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত ৬ দিনব্যাপী টানা আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকেল ৩টা থেকে আলোচনা সভা শুরু হবে এবং সকাল ১০টা থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হবে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদ ও জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধ একেএম সরওয়ার কামাল দুলুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদ ও জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু।
উপস্থিত ছিলেন মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, জেলা ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক, মো. বোরহান উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মো. জাগির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জাহেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা তপন কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলনে জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ দিনের ঘোষনা করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। প্রেস বিজ্ঞপ্তি।