নগরীতে লেগুনার ধাক্কায় পথচারী নিহত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

নগরীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে খুলশী থানাধীন বেবি সুপার মার্কেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির লেগুনা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, আব্দুল কুদ্দুস রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুত গতির একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয় ও উল্টে যায়। গুরুতর আহত আব্দুল কুদ্দুসকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারীরা ঘাতক লেগুনা আটক করে রাখে বলেও জানান ওসি (তদন্ত) সাদেকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২১ প্লান্টে সক্ষমতার এক চতুর্থাংশ বিদ্যুৎ উৎপাদন
পরবর্তী নিবন্ধবায়েজিদে শিয়ালের মাংস বিক্রি, যুবক আটক ৬ জনের বিরুদ্ধে মামলা