বায়েজিদে শিয়ালের মাংস বিক্রি, যুবক আটক ৬ জনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আলীনগর হিলভিউ আবাসিক এলাকা থেকে শিয়ালের মাংস বিক্রির সময় বেলাল হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। গতকাল শনিবার দুপুরে তাকে আটক করা হয়। পরে আটক বেলাল হোসেনসহ আরও ৫জনের বিরুদ্ধে চট্টগ্রাম বন আদালতে মামলা দায়ের করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. ইসমাইল। আটক বেলাল আলীনগর এলাকার আবদুর রহিমের ছেলে।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, হিলভিউ আবাসিক এলাকায় বাদশা মিয়ার মুরগীর দোকানের পাশে শিয়ালের মাংস বিক্রি করার তথ্য পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বেলালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দকৃত শিয়ালের মাংস আদালতে আলামত হিসেবে উপস্থাপন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বেলাল আরও ৫ সহযোগীর তথ্য জানিয়েছে। পরে শনিবার বিকেলে আটক বেলালসহ ৬ জনের বিরুদ্ধে বন আদালতে মামলা দায়ের করা হয়। এ সময় আটক বেলালকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে লেগুনার ধাক্কায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধসুতা আমদানির ঘোষণায় এল ১০ টন কেমিক্যা