উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের উদ্যোগে, মেন্টর্স চিটাগং, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে আগামীকাল শনিবার আয়োজিত হতে যাচ্ছে মালেশিয়া শিক্ষা মেলা ২০২২। দুই দিনব্যাপী এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে অংশগ্রহণ করবে মালেশিয়ার শীর্ষস্থানীয় বেশকিছু বিশ্ববিদ্যালয় যেমন- টেইলর্স ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, সেগী ইউনিভার্সিটি, নিউক্যাসেল ইউনিভার্সিটি মেডিসিন মালেয়শিয়া, ইন্টান্যারশনাল মেডিকেল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশান, কোয়েস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিগণ।
এসব ইউনিভার্সিটির প্রতিনিধিগণ সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ দেবেন এবং ভর্তি যোগ্যতা যাচাই করে স্পট এডমিশনের সুযোগ দেবেন। ইউনিভার্সিটিগুলোতে ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপের সুবিধাদি এবং ভিসা প্রসেস সম্পর্কেও বিস্তারিত জানা যাবে এই মেলায়। ইউনিভার্সিটি প্রতিনিধি ছাড়াও উইনিং ম্যাগ্নিটিউডের অভিজ্ঞ কাউন্সিলরগণ থাকবেন মেলায় অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীদেরকে মালেশিয়ান ইউনিভার্সিটি, এপ্লিকেশন প্রসেস, ভ্রমণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য।
আগ্রহীদের মেলার দিন প্রয়োজনীয় সার্টিফিকেট, পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টসের স্ক্যান কপি সাথে রাখতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানার জন্য- ০১৬৮৮৪৫৪৫৪৫, ০১৭১৩২৪৩৪৩২ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।