নগর পুলিশের পাঁচ পরিদর্শককে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃঞ্চ পদ রায় গতকাল এই বদলির আদেশ প্রদান করেন।
আদেশে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামানকে উপ–পুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ), পরিদর্শক সুজন কুমার দে’কে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত), বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল–মামুনকে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত), ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানকে পরিদর্শক (কেন্দ্রীয় অপরাধ শাখা) এবং উপ–পুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ) মো. জামাল উদ্দিনকে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।