ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল শাকুর বলেন, অপরিকল্পিত উন্নয়ন কখনো সুফল বয়ে আনতে পারে না, বরং দুঃখ বাড়িয়ে দেয়। তাই অনতিবিলম্বে জলাবদ্ধতা ও যানজট নিরসন এবং মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি অনুরোধ জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন বাকলিয়া থানা শাখার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাকলিয়া বজ্রঘোনা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মুহাম্মদ আব্দুল মোনাফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মুজিবুল হক শাকুর। বিশেষ অতিথি ছিলেন এম. শাহেদ আলী। প্রধান বক্তা ছিলেন মাওলানা ওয়াহেদ মুরাদ।
বিশেষ বক্তা ছিলেন লায়ন মুহাম্মদ ইমরান। মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. হাসমত আলী তাহেরী ও এম. ইউসুফ কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আনিসুর রহমান, এম. নাঈম উদ্দিন, এম. হাবিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।