শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান গ্রহণের ইস্যুতে অনেক দিন ধরেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন নায়িকা শবনম বুবলী। মাঝে কিছু দিন চুপ ছিলেন তারা। তবে সমপ্রতি আবারও বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। দিন কয়েক আগে বুবলীর জন্মদিন ছিল। সে সময় তিনি জানান, শাকিব তাকে হীরার নাকফুল উপহার দিয়েছেন। বুবলীর এমন বক্তব্যের খবরের লিংক শেয়ার করেন শাকিবের প্রাক্তন স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসিমাখা মন্তব্য। এরপর বুবলীও পাল্টা জবাব দেন। অপু-বুবলীর মধ্যে এক প্রকার অন্তর্জাল যুদ্ধ লেগে যায়। পুরো বিষয়টি নিয়ে শাকিব খানও মুখ খুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার কোনও যোগাযোগই নেই; হীরার নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।
শাকিবের এই বিস্ফোরক মন্তব্যের পর ধৈর্যের বাঁধ ভেঙেছে বুবলীর। এতদিন শাকিবকে নিয়ে এমন কোনও মন্তব্য তিনি করেননি, যেটাতে নায়কের সম্মানহানি হয়। তবে এবার প্রকাশ্যেই সবকিছু নিয়ে কথা বলবেন তিনি। সংবাদ সম্মেলন করে জানাবেন শাকিবের সঙ্গে তার সম্পর্কের হালহকিকত।