বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও মাঠে নেমেছেন। তারা ধৃষ্টতাপূর্ণ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটানোর দুঃসাহস দেখাচ্ছেন ভবিষ্যতে তাদের অস্তিত্ব থাকবে না।
রাউজান উপজেলা প্রশাসন
রাউজান প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন করেছে রাউজান উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার উপজেলা পরিষদ কম্পাউন্ডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পল্লী বিদ্যুৎ সমিতির -২ এর জিএম আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, চেয়ারম্যান আবদুর রহমান লালু, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুখ।
আনোয়ারা উপজেলা প্রশাসন
আনোয়ারা প্রতিনিধি জানান, ‘জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান’- শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার উপজেলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ সাইফউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারী
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পার্বত্য নাইক্ষ্যংছড়িতে ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মারমা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, উপজেলা শিক্ষা অফিসার ত্রি রতন চাকমা, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল বাশার প্রমুখ।
উখিয়ায় সরকারি কর্মচারী
উখিয়া প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুজ্জ্বল রাখতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মাঠে নামতে বাধ্য হচ্ছে। শনিবার উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন।
সীতাকুণ্ড সরকারি কর্মকর্তা-কর্মচারী
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, সীতাকুণ্ড শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, সীতাকুণ্ড শাখার সভাপতি সুরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল চন্দ্র দাস, নুরুল করিম, কাজী আরিফ উদ্দিন প্রমুখ।