হাটহাজারীর ধলইয়ে বিশ্বভাণ্ডার লাইব্রেরির উদ্যোগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রমাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এছাড়াও আসন্ন ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ। এছাড়াও বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা এ জিয়া মওলা হক ভাণ্ডারীর সুপার কে এম আবদুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।