ধর্ষণমুক্ত বাংলাদেশ হোক

নুসরাত জাহান মুক্তা | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:৩১ পূর্বাহ্ণ

প্রতিদিন খবরের পাতায় কিংবা টেলিভিশনের শিরোনামে ধর্ষণের খবর থাকছে যা নারীদের নিরাপত্তাহীনতাকে ভীষণভাবে ফুটিয়ে তুলেছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই আইনটির যথাযথ কার্যকর ব্যবস্থা নিলে তাহলে ঘরের বাহিরে নারী – শিশুরা নিরাপদে থাকবে। প্রতিটি ধর্ষকদের যদি বিচারের আওতায় আনা হয়, কঠোর আইনের মাধ্যমে যদি ধর্ষক নামক মহামারি সৃষ্টিকারী ভাইরাসদের নির্মূল করা সম্ভব হয় তাহলে নারী – শিশুরা সুরক্ষিত থাকবে। বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করতে হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে প্রতিটি সড়কে এবং বিনোদন স্পটগুলোতে। কিছু নোংরা মানসিকতার যৌন নিপীড়ক বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা নারী – শিশুদের উপর খারাপ দৃষ্টিতে তাকায়। নারী – শিশুদের পোশাক, শারীরিক সৌন্দর্য ইত্যাদি নিয়ে সবসময় নোংরা কথা বলে, উত্ত্যক্ত করার চেষ্টা করে। যা নারীদের জন্য চরম অপমানের। এরকম ঘৃণ্য চরিত্রের পশুগুলোর খারাপ নজর থেকে আইনের কঠোর প্রয়োগই একমাত্র নারী – শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ধর্ষক যতই প্রভাবশালী হোক না কেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণের প্রতিটি ঘটনার বিচার হলে, সব ধর্ষকদের শাস্তি প্রদান করা হলে , মাদকের ব্যবহার কমিয়ে, কিশোর গ্যাং এর বিস্তার বন্ধ করে, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক ও সুস্থ মন তৈরি করার ব্যবস্থা নিলে ধর্ষক সৃষ্টি হবে না। ফলে, দেশের প্রতিটি নারী – শিশু সুরক্ষিত থাকবে। নারী – শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ধর্ষণমুক্ত বাংলাদেশ হোক, এটিই আজকের সবার একমাত্র প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধশিশু নির্যাতন বন্ধ করুন
পরবর্তী নিবন্ধএ দায় কার?