নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম এখন আকাশচুম্বী। প্রতিদিন দাম বাড়ছে। দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে দ্রব্যের দুঃপ্রাপ্যতা নয় বরং সরকারের অব্যবস্থাপনা, সিন্ডিকেট, অবৈধ কারসাজি ও মজুতদারিই প্রধানত দায়ী। সরকারের উচিৎ এগুলো বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে রাখা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সরকার দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। গতকাল বিকালে নগরীর আগ্রাবাদ এঙেস রোডস্থ আব্দুল্লাহ কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ওলামা মাশায়েখ, সুধী ও রাজনীতিবীদদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।
এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম। এতে বিএনপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, কল্যাণ পার্টি, এলডিপি, হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেন, এবি পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট মো. গোলাম ফারুক, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোসলেম উদ্দিন খান জুয়েল, শিক্ষাবীদ ড. আ ফ ম খালিদ হোসেন, ড. বেলাল নুর আজিজ, মুফতি দিলাওয়ার হোসেন সাকী, অধ্যাপক ড. নূরুল আমীন নূরী, অধ্যাপক মাওলানা রফিকুল আলম, আবুল কাশেম মাতাব্বার, নুরুল ইসলাম বিএসসি, মাওলানা শেখ আমজাদ হোসেন, ওয়ায়েজ হোসেন ভূইয়া, মুহাম্মদ ইবরাহীম খলিল, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।